সময়সীমা বাড়ানোর আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজীব কুমার। সোমবার আদালতে আবেদন জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে বেশ-কিছুদিন ধরে চলছে আইনজীবীদের কর্মবিরতি। তাই তাঁকে দেওয়া সুপ্রিম কোর্টের ৭ দিনের রক্ষাকবচ বাড়ানোর আবেদন করলেন কলকাতার প্রাক্তন নগরপাল।
গত শুক্রবার রাজীবের গ্রেফতারির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে শীর্ষ আদালত।
তবে তাঁকে আইনি পদক্ষেপ করার জন্য ৭ দিনের সময় দেয় আদালত। গত ১৬ মে রাজীবকে কলকাতা থেকে দিল্লি স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠিয়ে দেয় নির্বাচন কমিশন। তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তার পর দিনই সুপ্রিম কোর্টের এই রায়ে রাজীবের গ্রেফতারি নিয়ে জল্পনা বেড়ে যায়। এদিন রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন রাজীব কুমার। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আইনজীবীদের কর্মবিরতি চলছে। ফলে জামিনের আবেদন করতে পারছেন না তিনি। ফলে তাঁকে আইনি পদক্ষেপ করার জন্য আরও কিছু সময় দিক কেন্দ্র।
গত শুক্রবার রাজীবের গ্রেফতারির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে শীর্ষ আদালত।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন