রাত পেরলেই মাধ্যমিকের ফলাফল। গত ৮ মে ফলাফলের তারিখ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষ হওয়ার ৮৮ দিন পর বার হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। জীবনে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। সেসব পরীক্ষার ভাল ফলের ওপর অনেকটা নির্ভর করে পছন্দের পড়াশোনা করে ভবিষ্যৎ গড়ার।
কিন্তু মাধ্যমিকের রেজাল্টের একটা অন্যই মাত্রা রয়েছে। হয়ত জীবনের প্রথম পরীক্ষা বলেই। পরীক্ষার্থীরা তো বটেই এমনকি সাধারণ মানুষের মধ্যেও মাধ্যমিকের ফল জানতে একটা আলাদা উৎসাহ লক্ষ্য করা যায়।
মঙ্গলবার বেলা ১০টা থেকেই ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা। এজন্য প্রধান ভরসা অবশ্যই ইন্টারনেট এবং এসএমএস। ইন্টারনেটে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট wbbse.org-এ ফল জানা যাবে। এছাড়া examresults.net, exametc.com-এর মত সাইটগুলো থেকেও ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানতে পারবেন। সেক্ষেত্রে WB লিখে রোল নম্বরটা দিয়ে পাঠিয়ে দিতে হবে ৫৬২৬৩ অথবা ৫৪২৪২ নম্বরে
মঙ্গলবার বেলা ১০টা থেকেই ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা। এজন্য প্রধান ভরসা অবশ্যই ইন্টারনেট এবং এসএমএস। ইন্টারনেটে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট wbbse.org-এ ফল জানা যাবে। এছাড়া examresults.net, exametc.com-এর মত সাইটগুলো থেকেও ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানতে পারবেন। সেক্ষেত্রে WB লিখে রোল নম্বরটা দিয়ে পাঠিয়ে দিতে হবে ৫৬২৬৩ অথবা ৫৪২৪২ নম্বরে
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন