নির্বাচনের ফল ঘোষণার পরেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় হাত লাগাতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। দীর্ঘ টালবাহানা পর অবশেষে উচ্চ প্রাথমিকে তৃতীয় দফার ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন। আর তাই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে সুখবর পরীক্ষার্থীরা পেতে পারেন দ্রুত।
কমিশনের এক সূত্রের দাবি, আজ অথবা কাল উচ্চ প্রাথমিকের তৃতীয় দফার ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। দুই দফায় হবে ফেরিফিকেশন পর্ব।
ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে উচ্চ প্রাথমিকে ভেরিফিকেশনের ডাক পেয়েছিলেন প্রায় ২৩ হাজার চাকরি-প্রার্থী। ১৩ হাজার ৮০টি শূন্যপদের জন্য গেজেট মেনে ১:৪:৪ অনুপাতে ওয়েটিং প্রার্থীদের জন্য তৃতীয় দফার ভেরিফিকেশনে চাকরি-প্রার্থীদের ডাকার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে তৃতীয় দফায় প্রায় ১০ হাজার প্রার্থীকে ডাকা পেতে পারেন হবু শিক্ষকরা।
কমিশনের এক সূত্রের দাবি, আজ অথবা কাল উচ্চ প্রাথমিকের তৃতীয় দফার ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। দুই দফায় হবে ফেরিফিকেশন পর্ব।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন