কলকাতা নিউজ ব্যুরো: আমি সাতবার সাংসদ হয়েছি। প্রতি বছর এক লক্ষ টাকা করে আমি পেনশন পাই। কিন্তু আমি পেনশন নিই না। আট বছর ধরে একটাকাও নিইনি। পুরুলিয়ার সাঁতুড়িতে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দলের অনেকের খুব লোভ আছে-সেকথা বলতে গিয়েই তিনি সমর্থকদের সামনে নিজের উদাহরণ তুলে ধরেন।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও জানিয়েছিলেন, কেন্দ্র তো নয়, রাজ্য সরকারের থেকেও তিনি একটাও বেতন নেন না। মমতা বলেছিলেন, যদি পেনশন, বেতন নিতাম তাহলে আমার বছরে আয় প্রায় লক্ষ লক্ষ টাকা হত।
এর পরে তিনি বলেন, শুধু সরকারের থেকে কোনও টাকা না নেওয়াই নয়, তিনি কোনও সরকারি পরিষেবার সুবিধাও নেন না বলে এদিন দাবি করেন তৃণমূল নেত্রী। সরকারি গাড়ির বদলে নিজের পুরনো গাড়িটিই ব্যবহার করেন। এমনকি সরকারি কাজে সার্কিট হাউসে থাকলেও সেই খরচ সরকারি কোষাগার থেকে নয়, নিজের থেকেই সেই খরচ দেন।
এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, আমি অনেকগুলো বই লিখেছি। সেই বইগুলো থেকেই যে রয়্যালটি আসে সেটা দিয়ে আমার চলে যায়।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও জানিয়েছিলেন, কেন্দ্র তো নয়, রাজ্য সরকারের থেকেও তিনি একটাও বেতন নেন না। মমতা বলেছিলেন, যদি পেনশন, বেতন নিতাম তাহলে আমার বছরে আয় প্রায় লক্ষ লক্ষ টাকা হত।
এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, আমি অনেকগুলো বই লিখেছি। সেই বইগুলো থেকেই যে রয়্যালটি আসে সেটা দিয়ে আমার চলে যায়।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন