সোমবার সকালেই খবর ছড়িয়ে পড়ে। আর সেই তথ্য বেশ শোরগোল ফেলেছে গোটা দেশে। কংগ্রেসের ঘনিষ্ঠ সূত্র বলছে শীর্ষ কংগ্রেস নেতাদের নিজের বিকল্প খোঁজার ভার দিতে চাইছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি নাকি বলেছেন আমার বিকল্প খুঁজুন।
কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল ও কেসি ভেনুগোপালের সাথে সোমবার বৈঠক করেন কংগ্রেস সভাপতি। সেখানে দলের নতুন সভাপতি খোঁজার কথা বলেছেন তিনি। কারণ এই বিষয়ে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যে সভাপতির পদ তিনি ছাড়বেন। তাঁর এই সিদ্ধান্তের বদল হবে না বলেই কংগ্রেসের এক সূত্রের দাবি।
লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পর দলের বিপর্যয়ের দায়িত্ব নিজের কাঁধেই নিচ্ছেন রাহুল। ফলে পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে কংগ্রেসের অন্যান্য নেতারা তাঁর এই সিদ্ধান্তে সহমত নন বলেই খবর। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এতটাই ভেঙে পড়েছেন, যে সদ্য নির্বাচিত কংগ্রেস সাংসদদের সঙ্গেও তিনি দেখা করতে চাইছেন না। তাঁর যাবতীয় বৈঠকও বাতিল করা হয়েছে।
লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পর দলের বিপর্যয়ের দায়িত্ব নিজের কাঁধেই নিচ্ছেন রাহুল। ফলে পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে কংগ্রেসের অন্যান্য নেতারা তাঁর এই সিদ্ধান্তে সহমত নন বলেই খবর। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এতটাই ভেঙে পড়েছেন, যে সদ্য নির্বাচিত কংগ্রেস সাংসদদের সঙ্গেও তিনি দেখা করতে চাইছেন না। তাঁর যাবতীয় বৈঠকও বাতিল করা হয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন