বিহারের থেকেও কঠিন বঙ্গে নির্বাচনের দায়িত্ব নেওয়া। যদিও ব্যারাকপুরে নির্বাচন পরিস্থিতি ছিল সবচেয়ে কঠিন। তবে এরপর ভবিষ্যতে আর কখনও এরাজ্যে নির্বাচন করাতে চান না বলে জানিয়েছেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। তাঁর মতে, এই রাজ্যে পর্যবেক্ষকদের সবাই মিলে অপমান করে।
প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে একজন স্পেশাল পুলিশ অবজার্ভার ও একজন স্পেশাল অবজার্ভার নিয়োগ করে নির্বাচন কমিশন।
নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগের ঘটনায় বারংবার কমিশনের বিরুদ্ধে তোপ দাগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতা। কমিশন পক্ষপাতিত্ব করছে বলেও অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে কমিশন কাজ করছে বলে অভিযোগ করে তৃণমূলের একাধিক নেতা।
প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে একজন স্পেশাল পুলিশ অবজার্ভার ও একজন স্পেশাল অবজার্ভার নিয়োগ করে নির্বাচন কমিশন।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন