সুপ্রিম কোর্টে ফের ধাক্কা। সমস্ত ভিভিপ্যাট গণনার আর্জি ফের খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কিছুদিন আগে কয়েকজন প্রযুক্তিবিদ এই বিষয়ে আদালতের কাছে আবেদন জানায়। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। শুনানি শেষে আদালত এই আবেদন খারিজ করে দেয়।
প্রসঙ্গত, ভোট মরশুমের মধ্যে এই একই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিরোধীরা। আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এদিনও ফের একই সংক্রান্ত মামলার শুনানির জন্যে উঠলে কার্যত কিছুটা বিরক্তই প্রকাশ করে বিচারক।
‘টেক-ফর-অল’ এই নামে গত কয়েকদিন আগে একদল প্রযুক্তিবিদ সুপ্রিম কোর্টে মামলা করেন। আদালতের কাছে ইভিএম যে হ্যাক করা যায় সে বিষয়টি তুলে ধরে। তাই প্রত্যেকটি ইভিএম-র সঙ্গে ভিভিপ্যাটও গণনা করার দাবি জানান তাঁরা। কিন্তু বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি এমআর শাহের বেঞ্চ তাঁদের এই আবেদনে কোনও সারবত্তা নেই বলে জানিয়ে দেন।
‘টেক-ফর-অল’ এই নামে গত কয়েকদিন আগে একদল প্রযুক্তিবিদ সুপ্রিম কোর্টে মামলা করেন। আদালতের কাছে ইভিএম যে হ্যাক করা যায় সে বিষয়টি তুলে ধরে। তাই প্রত্যেকটি ইভিএম-র সঙ্গে ভিভিপ্যাটও গণনা করার দাবি জানান তাঁরা। কিন্তু বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি এমআর শাহের বেঞ্চ তাঁদের এই আবেদনে কোনও সারবত্তা নেই বলে জানিয়ে দেন।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন