কলকাতা নিউজ ব্যুরো: বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়িতে টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে। এবার জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করল কমিশন। অন্যদিকে ভারতী ঘোষের প্রার্থী-পদ বাতিলের দাবিতে কমিশনের দ্বারস্থ হচ্ছে রাজ্যের শাসক দল। বৃহস্পতিবার রাতে পিংলায় নাকা চেকিং-এর সময় বিজেপি প্রার্থীর গাড়ি থেকে উদ্ধার হয় ১ লাখ ১৩ হাজার টাকা। এমনটাই অভিযোগ। সূত্রের খবর, তল্লাশি চালাতে না দিয়ে প্রথমে পালানোর চেষ্টা করেন প্রাক্তন এই আইপিএস অফিসার। পরে তাঁকে ধরে-ফেলে পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ।
রাত ২টো নাগাদ ছেড়ে দেওয়া হয় ঘাটালের বিজেপি প্রার্থীকে।অভিযোগ, বারবার সিজার লিস্টে সই করতে বলা হলেও, সই না করেই চলে যান ভারতী ঘোষ। এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ভারতী ঘোষ।
এবার বিজেপির বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ এনেছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ, ভারতী ঘোষের কাছে ২ কোটি টাকা ছিল। বিলির জন্য এই বিপুল পরিমাণ টাকা তাঁর কাছে ছিল। প্রসঙ্গত, একজন প্রার্থীর কাছে ৫০ হাজার পর্যন্ত নগদ টাকা থাকার নিয়ম আছে। আর তারকা প্রার্থী হলে সর্বোচ্চ ১ লাখ টাকা সঙ্গে রাখতে পারেন তিনি। সেখানে ভারতী ঘোষের কাছে ২ কোটি টাকা ছিল বলে অভিযোগ। টাকা উদ্ধারের ঘটনায় ভারতী ঘোষের প্রার্থী-পদ বাতিলের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস।
এবার বিজেপির বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ এনেছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ, ভারতী ঘোষের কাছে ২ কোটি টাকা ছিল। বিলির জন্য এই বিপুল পরিমাণ টাকা তাঁর কাছে ছিল। প্রসঙ্গত, একজন প্রার্থীর কাছে ৫০ হাজার পর্যন্ত নগদ টাকা থাকার নিয়ম আছে। আর তারকা প্রার্থী হলে সর্বোচ্চ ১ লাখ টাকা সঙ্গে রাখতে পারেন তিনি। সেখানে ভারতী ঘোষের কাছে ২ কোটি টাকা ছিল বলে অভিযোগ। টাকা উদ্ধারের ঘটনায় ভারতী ঘোষের প্রার্থী-পদ বাতিলের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন