কলকাতা নিউজ ব্যুরো: পতিতাপল্লী থেকে গ্রেফতার হলেন ১১ জন। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ধৃত সকলেই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভা সেরে ফিরছিল। সভা থেকে ফেরার পথেই তারা পতিতাপল্লীতে গিয়েছিলেন। সেখান থেকেই তাদের গ্রেফতার করে মহিষাদল থানার পুলিশ।
সোমবার রাজ্যের দুই জায়গায় সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রথম সভা অনুষ্ঠিত হয় হলদিয়ায় এবং পরেরটি হয় ঝাড়গ্রামে। ধৃতেরা সকলেই হলদিয়ায় যাওয়া বিজেপি কর্মী বলে দাবি করেছে পুলিশ।
প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে যে ওই দিন রাতের দিকে কাপাসবেরিয়া এলাকায় অভিযান চালানো হয়। কাপাসবেরিয়া এলাকায় পতিতাপল্লী রয়েছে। রুটিন মাফিক বিভিন্ন সময়েই সেই সকল এলাকায় অভিযান চালিয়ে থাকে পুলিশ। সোমবার তেমনই অভিযান চালানো হয়েছিল। এবং সেই অভিযানেই ১১ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়। যারা সকলেই হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতে এসেছিলেন।
সোমবার রাজ্যের দুই জায়গায় সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে যে ওই দিন রাতের দিকে কাপাসবেরিয়া এলাকায় অভিযান চালানো হয়। কাপাসবেরিয়া এলাকায় পতিতাপল্লী রয়েছে। রুটিন মাফিক বিভিন্ন সময়েই সেই সকল এলাকায় অভিযান চালিয়ে থাকে পুলিশ। সোমবার তেমনই অভিযান চালানো হয়েছিল। এবং সেই অভিযানেই ১১ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়। যারা সকলেই হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতে এসেছিলেন।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন