কলকাতা নিউজ ব্যুরো: চওড়া গোঁফ, ওই গোঁফের আড়ালে প্রাণ-খোলা হাসি। নির্ভীক দুটি চোখ। তিনি উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। সহকর্মীদের সঙ্গে জমিয়ে আড্ডা, মজা করছেন তিনি। অনেকদিন পর ফের চেনা মেজাজে দেখা গেল বায়ু-সেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে নিজের পুরনো সহকর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনন্দন।
আর সেখানেই সতীর্থদের সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছে তাঁকে। তবে অভিনন্দন অবশ্য জানিয়েছেন যে এইসব ছবি তাঁর সহকর্মী-বন্ধুদের জন্য নয়। বরং তাঁদের পরিবারের সদস্যদের জন্য। অভিনন্দন জানান, “ওঁদের সবার পরিবার আমার সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করেছিলেন। সবার সঙ্গে আমি ব্যক্তিগত ভাবে দেখা করতে পারিনি। তাই ওঁদের সবাইকে ধন্যবাদ জানাতেই এ দিন সকলের সঙ্গে সেলফি তুলেছি।”
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন