দেশের বেশিরভাগ সংস্থার বুথ ফেরত সমীক্ষাতে এই রাজ্যে তৃণমূলের আসন কমবার ইঙ্গিত স্পষ্ট। এই খবর শোনার পরেই অনুব্রত মণ্ডলের সাফ জবাব, "খুব খারাপ হলেও ৩৭ টি পাব। " তবে, বিজেপি রাজ্যে একটিও আসন পাবে না বলে আত্মবিশ্বাসী তিনি। তৃণমূল নেত্রী সহ তৃণমূলের একাধিক নেতারা জনসভায় বলেছেন যে ৪২টা আসনেই জিতবেন তাঁরা। তাঁদের মধ্যে ছিলেন অনুব্রত মণ্ডলও।
কিন্তু এখন সেই অনুব্রত মণ্ডল অন্য কথা বলছেন।
গতকাল নির্বাচন শেষে বিভিন্ন এগজিট পোলের সমীক্ষা অনুসারে পশ্চিমবঙ্গে ১৫ বেশি আসন পেতে পারে গেরুয়া শিবির। অন্যদিকে তৃণমূল পেতে পারে ২৫ থেকে ২৮ টা আসন। এরপর থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। এবিষয়ে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এই গুলো সব ফলস। শেয়ার মার্কেট বাড়ানোর জন্য এগুলো করা হচ্ছে। ওরা প্রভিডেন্ট ফান্ডের টাকা শেয়ার মার্কেটে লাগিয়েছিল। তাই এগুলো করে শেয়ার মার্কেটের টাকাটা বাড়িয়ে নিল। খুব খারাপ রেজাল্ট হলেও আমরা ৩৭ টি পাব। না হলে আমরা ৩৯ টি সিট পাবই। দুটো সিট হাতছাড়া হবে। তবে, এই রাজ্যে বিজেপি কোনও সিট পাবে না। বিজেপি ভারতবর্ষে ১২০ টির বেশি পাবেনা।"
গতকাল নির্বাচন শেষে বিভিন্ন এগজিট পোলের সমীক্ষা অনুসারে পশ্চিমবঙ্গে ১৫ বেশি আসন পেতে পারে গেরুয়া শিবির। অন্যদিকে তৃণমূল পেতে পারে ২৫ থেকে ২৮ টা আসন। এরপর থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। এবিষয়ে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এই গুলো সব ফলস। শেয়ার মার্কেট বাড়ানোর জন্য এগুলো করা হচ্ছে। ওরা প্রভিডেন্ট ফান্ডের টাকা শেয়ার মার্কেটে লাগিয়েছিল। তাই এগুলো করে শেয়ার মার্কেটের টাকাটা বাড়িয়ে নিল। খুব খারাপ রেজাল্ট হলেও আমরা ৩৭ টি পাব। না হলে আমরা ৩৯ টি সিট পাবই। দুটো সিট হাতছাড়া হবে। তবে, এই রাজ্যে বিজেপি কোনও সিট পাবে না। বিজেপি ভারতবর্ষে ১২০ টির বেশি পাবেনা।"
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন