বিজেপি নেতা অর্জুন সিংয়ের আগাম জামিনের আবেদন গ্রহণ করল শীর্ষ আদালত। আজ থেকে ২৮ মে পর্যন্ত গ্রেফতার করা যাবে না অর্জুন সিংকে। রাজ্য সরকার তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। এমনটাই অভিযোগ।
এমনকি মিথ্যা মামলায় তাঁকে গ্রেফতার পর্যন্ত করা হতে পার। এই অভিযোগ তুলেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন বারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং।
এখন রাজ্যের সব কোর্টে চলছে কর্মবিরতি। এই পরিস্থিতিতে আগাম জামিনের জন্য বাংলার কোনও আদালতের দ্বারস্থ হওয়া সম্ভব নয়। তাই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। নির্বাচনের আগে থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ে অর্জুন সিংয়ের। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীনেশ ত্রিবেদীকে বারাকপুরের প্রার্থী করলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং এবং বিজেপির হয়ে বারাকপুর থেকে প্রার্থীও হন তিনি। এর পর তৃণমূলের খাস তালুকে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিজেপির অর্জুন।
এখন রাজ্যের সব কোর্টে চলছে কর্মবিরতি। এই পরিস্থিতিতে আগাম জামিনের জন্য বাংলার কোনও আদালতের দ্বারস্থ হওয়া সম্ভব নয়। তাই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। নির্বাচনের আগে থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ে অর্জুন সিংয়ের। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীনেশ ত্রিবেদীকে বারাকপুরের প্রার্থী করলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং এবং বিজেপির হয়ে বারাকপুর থেকে প্রার্থীও হন তিনি। এর পর তৃণমূলের খাস তালুকে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিজেপির অর্জুন।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন