কলকাতা নিউজ ব্যুরো: পঞ্চম দফার ভোট-গ্রহণ শুরু হতেই উত্তপ্ত বারাকপুর। ওই লোকসভা কেন্দ্রের মোহনপুরের একটি বুথে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। আর এর পর থেকে উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। ঘটনাস্থলে যান ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সেখানে আক্রান্ত হন অর্জুন। এই ঘটনায় অভিযোগের তির রাজ্যের শাসক দল তৃণমূলের দিকে। ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বযাচন কমিশন।
আজ সোমবার সকাল থেকে এই ঘটনার সূত্রপাত। মোহনপুরের একাধিক বুথে ভোট দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বেশকিছু ভোটাররা। এক মহিলা অভিযোগ করেন, তাঁকে এবং তাঁর ছেলেকে মারধর করা হয়েছে এবং বহু ভোটারকে আটকে দেওয়ার অভিযোগ ওঠে। ভয় দেখানো হয়েছে।
প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন তৃণমূলের বিরুদ্ধে। অভিযুক্ত হিসাবে উঠে আসে সেখানকার ওয়ার্ড মেম্বার বিশ্বজিত্ সাহা ও পাপ্পু মণ্ডলের নাম। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। ভোটারদের বুথে নিয়ে যান তিনি। কিন্তু এরপরই পরিস্থিতি বদলাতে শুরু করে। অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের সমর্থকরা। অভিযোগ, এরপরই বিজেপি প্রার্থীর উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। তাঁর ঠোঁট ফেটে রক্ত বেরতে দেখা যায়। এমনকি, রাজ্য পুলিশের এক অফিসারের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তিনি। তৃণমূলের তরফে আবার পালটা অর্জুন সিংয়ের বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ করা হয়েছে।
আজ সোমবার সকাল থেকে এই ঘটনার সূত্রপাত। মোহনপুরের একাধিক বুথে ভোট দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বেশকিছু ভোটাররা। এক মহিলা অভিযোগ করেন, তাঁকে এবং তাঁর ছেলেকে মারধর করা হয়েছে এবং বহু ভোটারকে আটকে দেওয়ার অভিযোগ ওঠে। ভয় দেখানো হয়েছে।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন