কলকাতা নিউজ ব্যুরো: শীর্ষ আদালতের বাইরে জারি ১৪৪ ধারা। আজ, মঙ্গলবার সকাল থেকেই শীর্ষ আদালতের বাইরে আইনজীবী ও মহিলা সমাজকর্মীরা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন।
তাঁদের অভিযোগ, সঠিক তদন্ত না করেই শ্লীলতাহানির অভিযোগ থেকে ক্লিনচিট দেওয়া হয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে।
প্রসঙ্গত, ৩৫ বছর বয়সী এক মহিলা (জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট) সুপ্রিম কোর্টে ২২ বিচারপতিকে তাঁর অভিযোগের কথা লিখিত ভাবে জানান। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ওই মহিলার লিখিত অভিযোগ ছিল, গত বছর ১০ এবং ১১ অক্টোবর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ তাঁর বাসভবনে ওই মহিলাকে যৌন হেনস্তা করেন। ওই মহিলার অভিযোগ, তাকে আলিঙ্গন করার পরে তার ওপর জোরজবরদস্তি করা হয়।
প্রসঙ্গত, ৩৫ বছর বয়সী এক মহিলা (জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট) সুপ্রিম কোর্টে ২২ বিচারপতিকে তাঁর অভিযোগের কথা লিখিত ভাবে জানান। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ওই মহিলার লিখিত অভিযোগ ছিল, গত বছর ১০ এবং ১১ অক্টোবর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ তাঁর বাসভবনে ওই মহিলাকে যৌন হেনস্তা করেন। ওই মহিলার অভিযোগ, তাকে আলিঙ্গন করার পরে তার ওপর জোরজবরদস্তি করা হয়।
Loading...
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন