এই বৃদ্ধা আর কেউ নন, তিনি হলেন ছিতামনি সরেন। নিহত শালকু সরেনের মা।
সালটা সম্ভবত ২০০৮/২০০৯ হবে। রাজ্য তখন উত্তপ্ত।
ধরমপুরের সিপিআই(এম)এর দলীয় দফতরের সামনে শালকুর মৃতদেহ ঘিরে রাখল কিষানজীরা।
যদিও কলকাতার বুদ্ধিজীবীরা বলেছিলেন , " মেরেছে বেশ করেছে।"
শালকু মারা যাবার পরে ছিতামনি বলেছিলেন, শালকু একা নয়, জঙ্গল-মহলে মাওবাদী আর তৃণমূলের লোকেরা মিলে যাদেরকে মেরেছে তারা সবাই আমার ছেলে। আমি ওদের সবার মা। আর এই সবার হয়ে আগামী ৩ রা ফেব্রুয়ারি ব্রিগেডে আসবেন ছিতামনি সরেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন