কলকাতা নিউজ ব্যুরো: আবার বিপাকে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর লেখা 'অভিশাপ' কবিতার জন্য কবি শ্রীজাতর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হল।
এই বিতর্কিত 'অভিশাপ' কবিতাটি কবি শ্রীজাত লিখেছিল ২০১৭ সালের মার্চ মাসে।
ওই কবিতার শেষ লাইটি ছিল," কন্ডোম পরানো থাকবে, তোমার ওই ধর্মের ত্রিশূলে।'
এই কবিতা নিয়ে বিতর্ক শুরু হয় রাজ্য সহ গোটা দেশ জুড়ে। উগ্র হিন্দুত্ব-বাদীরা আক্রমণ করতে থাকেন কবি শ্রীজাতকে। এই রাজ্যে একাধিক থানায় অভিযোগ দায়ের হয় কবির নামে। এই ঘটনা কেটে যাবার প্রায় ২ বছর পরে আবার শিরোনামে উঠে এল শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কবিতা অভিশাপ।
বৃহস্পতিবার কবি শ্রীজাতর বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে মামলা দায়ের করেছে আইনজীবী রমিত শীল। এই কবির বিরুদ্ধে ধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগ করা হয়েছে।
এই বিতর্কিত 'অভিশাপ' কবিতাটি কবি শ্রীজাত লিখেছিল ২০১৭ সালের মার্চ মাসে।
এই কবিতা নিয়ে বিতর্ক শুরু হয় রাজ্য সহ গোটা দেশ জুড়ে। উগ্র হিন্দুত্ব-বাদীরা আক্রমণ করতে থাকেন কবি শ্রীজাতকে। এই রাজ্যে একাধিক থানায় অভিযোগ দায়ের হয় কবির নামে। এই ঘটনা কেটে যাবার প্রায় ২ বছর পরে আবার শিরোনামে উঠে এল শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কবিতা অভিশাপ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন