কলকাতা নিউজ ব্যুরো: শ্লীলতাহানির অভিযোগ জানানোর পরে তদন্ত হয়নি। নেওয়া হয়নি পদক্ষেপ। এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ৫ জন। তাদের মধ্যে ৪ জন রূপান্তর-কামী।
গতকাল সেই মামলার শুনানি ছিল আদালতে। আদালত রাজ্য সরকারের থেকে রিপোর্ট চেয়ে পাঠায়। এই মামলার পরবর্তী শুনানি ৩১ জানুয়ারি।
জানা গিয়েছে, কিছু-মাস আগে রূপান্তর-কামীদের নিয়ে গুরুত্বপূর্ণ রায় দেয় আদালত। সেই রায়ের পরে রানুছায়া মঞ্চে সেলিব্রেশনের আয়োজন করে ATHB নামের রূপান্তর-কামীদের সংগঠন। ৬ টার পরে এই মঞ্চ ছেড়ে দেবার কথা ছিল রূপান্তর-কামীদের জন্য।
কিন্তু সময় পেরিয়ে গেলেও মঞ্চ না ছাড়ায় প্রতিবাদ করেন রূপান্তর-কামীরা। অভিযোগ ওই সময় রূপান্তর-কামীদের শ্লীলতাহানি করে অন্য এক সংগঠনের প্রতিনিধিরা। এই ঘটনার পরে ATHB-র তরফে হেস্টিং থানায় ৩৫৪ ধারায় এফআইআর করা হয়। অভিযোগ থানায় অভিযোগ জানানোর পরেও ব্যবস্থা নেয়নি প্রশাসন। এর প্রতিবাদে আদালতে দ্বারস্থ হয়েছিলেন ওই সংগঠনের ৫ জন সদস্য। ৩১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন। ওই দিন রাজ্যকে রিপোর্ট জমা-দেবার নির্দেশ দিয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী।
জানা গিয়েছে, কিছু-মাস আগে রূপান্তর-কামীদের নিয়ে গুরুত্বপূর্ণ রায় দেয় আদালত। সেই রায়ের পরে রানুছায়া মঞ্চে সেলিব্রেশনের আয়োজন করে ATHB নামের রূপান্তর-কামীদের সংগঠন। ৬ টার পরে এই মঞ্চ ছেড়ে দেবার কথা ছিল রূপান্তর-কামীদের জন্য।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন