কলকাতা নিউজ ব্যুরো: বিজেপিকে দেশছাড়া করতে 'ইউনাইটেড ইন্ডিয়া'র' ডাক দিয়েছেন তিনি। আর তৃণমূল সুপ্রিমোর ডাকে সাড়া দিয়ে ব্রিগেডে জড় হয়েছেন জাতীয় রাজনীতির হেভি-ওয়েট নেতারা।
সবার একটাই লক্ষ্য সরকার পরিবর্তনের। দিল্লির ক্ষমতা থেকে মোদী সরকারকে সরাতে এক জোট হবার ডাক ডাক প্রত্যেক নেতাদের মুখে মুখে। আর বার বার উঁকি দিচ্ছে একটাই প্রশ্ন। ২০১৯ সালে অ-বিজেপি জোট ক্ষমতায় এলে জোটের প্রধানমন্ত্রী কে হবেন? এই বিতর্কিত প্রশ্নের উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন," এই জোটে কেউ একক ভাবে গুরুত্বপূর্ণ নয়। কালেক্টটিভ লিডারশিপ গুরুত্বপূর্ণ। এখানে সবাই নেতা। আমরা সবাই প্রজা আমাদের এই গণতন্ত্রে। প্রধানমন্ত্রী কে হবেন তা ভাবার দরকার নেই এখন। নির্বাচনের পরে ঠিক করব, কে প্রধানমন্ত্রী হবে।"
তিনি বলেন," এই জোটে কেউ একক ভাবে গুরুত্বপূর্ণ নয়। কালেক্টটিভ লিডারশিপ গুরুত্বপূর্ণ। এখানে সবাই নেতা। আমরা সবাই প্রজা আমাদের এই গণতন্ত্রে। প্রধানমন্ত্রী কে হবেন তা ভাবার দরকার নেই এখন। নির্বাচনের পরে ঠিক করব, কে প্রধানমন্ত্রী হবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন