কলকাতা নিউজ ব্যুরো: তৃণমূলের শনিবারের ব্রিগেড সভাকে সার্কাস বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, তৃণমূলের ব্রিগেড সমাবেশ নয়।
ওখানে সার্কাস হয়েছে। সরকারি টাকা খরচ করে ব্রিগেডে নাটক, মোচ্ছব ও সার্কাস করেছেন।"
মুকুল রায় বলেন,নির্বাচন ঘোষণা হলেই ৬-৮ জন তৃণমূল বিধায়ক ও সাংসদ বিজেপিতে যোগ দেবেন। তিনি আরও বলেন," পুলিশের মামলার ভয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারছেন না তাঁরা। সৌমিত্র খাঁ যতদিন রাজ্যের শাসক দলে ছিল তখন একটাও কেস ছিল না ওর বিরুদ্ধে।
যখন সৌমিত্র তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল তখনই ওর বিরুদ্ধে কেস দেওয়া হল। নির্বাচন ঘোষণা একবার হয়ে গেলে তখন মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসনের আর ক্ষমতা থাকবে না। তখন নির্বাচন কমিশনের আওতায় চলে আসবে। আর তাই নির্বাচন ঘোষণার পরেই বহু তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেবে।"
মুকুল রায় বলেন,নির্বাচন ঘোষণা হলেই ৬-৮ জন তৃণমূল বিধায়ক ও সাংসদ বিজেপিতে যোগ দেবেন। তিনি আরও বলেন," পুলিশের মামলার ভয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারছেন না তাঁরা। সৌমিত্র খাঁ যতদিন রাজ্যের শাসক দলে ছিল তখন একটাও কেস ছিল না ওর বিরুদ্ধে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন