কলকাতা নিউজ ব্যুরো: কলেজের ভর্তির টাকা ফেরতের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ইউজিসি। উচ্চমাধ্যমিক পাশ-করার পরে পড়ুয়াদের কলেজে ভর্তি হবার সময় একটা মোটা অঙ্কের টাকা কলেজ জমা দিয়ে তবেই কলেজে ভর্তি হতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কোনও পড়ুয়া প্রথমে একটি কলেজে ভর্তি হয়ে আবার সে অন্য এক কলেজে ভর্তি হয়।
এই রকম ক্ষেত্রে পড়ুয়ারা পূর্ববর্তী কলেজের দেয় টাকা ফেরত পেতে চরম হয়রানির শিকার হতে হয়। এই সমস্যা দূর করতে ইউজিসি সম্প্রতি সমস্ত কলেজ প্রতিষ্ঠানকে এক নির্দেশিকাতে জানিয়েছে, যদি কোনও পড়ুয়া এক কলেজে ভর্তি হবার পরে অন্য কলেজে ভর্তি হন এবং আগের কলেজকে তাদের ভর্তির শেষ তারিখের ১৫ দিন আগেই জানান সেক্ষেত্রে সেই কলেজকে সেই পড়ুয়ার ভর্তি হওয়ার সময় দেওয়া পুরো টাকা ফেরত দিতে হবে।
আর যদি কোনও পড়ুয়া ভর্তির শেষ দিনের পরে ১৫ দিনের মধ্যে কলেজ বদলের কথা জানান সেক্ষেত্রে ওই পড়ুয়াকে ৯০ শতাংশ অর্থ ফিরত করতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন