কলকাতা নিউজ ব্যুরো: সাংসদ সৌমিত্র খানের দল ত্যাগের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তৃণমূলের যুবরাজ বলেন গুরুর পথ অনুসরণ করে শিষ্যও দল ছেড়েছেন।
আজকের অভিষেকের নিশানায় ছিল বিজেপি নেতা ও এক সময়ের তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়।
এই মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে প্রবেশ করেছিলেন সৌমিত্র খান।
একসময় তৃণমূলের মধ্যে সৌমিত্রের গুরু বলে পরিচিত ছিলেন মুকুল রায়। তাঁর কথাতেই সাংসদ হয়েছিলেন সৌমিত্র। তাই দল ত্যাগের সময় তৃণমূলের যুবরাজের মুখে মুকুলের সমালোচনা। তিনি বলেন," নিজেদের কাজ হাসিলের জন্যই গুরুর পদ অনুসরণ করেছে শিষ্য"। এর পরে আবার অভিষেক বলেন"দলে যে থাকতে চায় সে থাকবে, যাওয়ার হলে যাবে!"
এই মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে প্রবেশ করেছিলেন সৌমিত্র খান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন