কলকাতা নিউজ ব্যুরো: জয়নগর শ্যুটআউট কাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা জেলার মানুষকে। সন্ধ্যা ৭ টার সময় যেভাবে এলোপাথাড়ি গুলি ও বোমা ছোঁড়া হয় তাতে আতঙ্কিত হয়ে পড়েই শুধু জয়নগর নয়, গোটা দক্ষিণ ২৪ পরগণা জেলার মানুষ। এই ঘটনায় মৃত্যু হয় এক তৃণমূল নেতা সহ ৩ জন। এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১৯ জন। অল্পের জন্য বেঁচে যান তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস।
এবার এই ঘটনায় গ্রেফতার হলেন আরও তিন জন।
গত ডিসেম্বর মাসে দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগরের দুর্গাপুর এলাকার একটি পেট্রোল পাম্পে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি ও বোমাবাজি করে পালিয়ে যায়। এই ঘটনার দায়িত্ব-নেয় সিআইডি। এই ঘটনায় জড়িত সন্দেহে আগেই কয়েকজনকে গ্রেফতার করেছিল সিআইডি। শুক্রবার নয়াদিল্লির নেহরু বিহার থেকে আবদুল মোল্লা ওরফে বাবুয়া সহ ৩ জনকে গ্রেফতার করে সিআইডি।
তবে এই ঘটনার পরে তৃণমূল বিধায়কের দাবি," দুষ্কৃতীদের টার্গেট ছিলেন তিনি। তাঁকে খুন করার জন্যই তারা এসেছিলেন।
ভাগ্যের জোরে তিনি বেঁচে গিয়েছেন।
তবে এলাকা সূত্রে পাওয়া খবর থেকে পরিষ্কার এই ঘটনা তৃণমূলের দুই গোষ্ঠীর রেষারেষি-র ফলেই ঘটেছে। যারা এই ঘটনায় নিহত হয়েছেন এবং এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার হচ্ছেন, এরা দুই দল তৃণমূল সমর্থক।
এলাকার দখল তৃণমূলের কোন গোষ্ঠীর হাতে থাকবে এই নিয়ে বিবাদের সূত্রপাত। শেষ পরিণতি ঘটে গত ডিসেম্বরের ১৩ তারিখে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন যদি প্রথম থেকে সক্রিয় থাকত তাহলে এই ঘটনা ঘটতো না।
গত ডিসেম্বর মাসে দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগরের দুর্গাপুর এলাকার একটি পেট্রোল পাম্পে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি ও বোমাবাজি করে পালিয়ে যায়। এই ঘটনার দায়িত্ব-নেয় সিআইডি। এই ঘটনায় জড়িত সন্দেহে আগেই কয়েকজনকে গ্রেফতার করেছিল সিআইডি। শুক্রবার নয়াদিল্লির নেহরু বিহার থেকে আবদুল মোল্লা ওরফে বাবুয়া সহ ৩ জনকে গ্রেফতার করে সিআইডি।
তবে এই ঘটনার পরে তৃণমূল বিধায়কের দাবি," দুষ্কৃতীদের টার্গেট ছিলেন তিনি। তাঁকে খুন করার জন্যই তারা এসেছিলেন।
তবে এলাকা সূত্রে পাওয়া খবর থেকে পরিষ্কার এই ঘটনা তৃণমূলের দুই গোষ্ঠীর রেষারেষি-র ফলেই ঘটেছে। যারা এই ঘটনায় নিহত হয়েছেন এবং এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার হচ্ছেন, এরা দুই দল তৃণমূল সমর্থক।
এলাকার দখল তৃণমূলের কোন গোষ্ঠীর হাতে থাকবে এই নিয়ে বিবাদের সূত্রপাত। শেষ পরিণতি ঘটে গত ডিসেম্বরের ১৩ তারিখে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন যদি প্রথম থেকে সক্রিয় থাকত তাহলে এই ঘটনা ঘটতো না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন