কলকাতা নিউজ ব্যুরো: লোকসভার আগেও শিক্ষক নিয়োগ নিয়ে তৈরি হওয়া সমস্যা সমাধানের সম্ভাবনা খুবি কম। যেভাবে আদালতের রায়ের ফলে নিয়োগ আটকে যাচ্ছে তাতে মনে হয় লোকসভার আগে শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান হবার সম্ভাবনা প্রায় নেই।
এমনটাই মনে করেন হবু শিক্ষকদের একটা বড় অংশ।
আপার প্রাইমারীর শারীরশিক্ষা ও কর্মশিক্ষার নিয়োগে আছে একাধিক অসঙ্গতি। এই দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওয়েটিং লিস্টে থাকা কিছু প্রার্থী। আর তাদের দায়ের করা মামলার কারণে শারীরশিক্ষা ও কর্মশিক্ষার নিয়োগে ৭ দিনের স্থগিতাদেশ দিয়েছে আদালত।
এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন," মামলা করুক। রাজ্য সরকার কি পুরোটাই দেখবে? সরকারের যদি কিছু অসঙ্গতি থাকে তাহলে যারা পেয়েছে তারা আদালতে যাক। আমি বলছি এইরকম ঘটনাকে কেন্দ্র করে কোনও দরজায় যাওয়ার আগে রাজ্য সরকারের দরজায় আসুন। আমরা বিষয় গুলি দেখব। স্বচ্ছতার সাথে পরীক্ষা গ্রহণ ও স্বচ্ছতার সাথে শিক্ষক নিয়োগ হবে। এই কথা আগেই আমি বিধানসভাতে বলেছি। তা সত্ত্বেও মামলা হচ্ছে।"
আপার প্রাইমারীর শারীরশিক্ষা ও কর্মশিক্ষার নিয়োগে আছে একাধিক অসঙ্গতি। এই দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওয়েটিং লিস্টে থাকা কিছু প্রার্থী। আর তাদের দায়ের করা মামলার কারণে শারীরশিক্ষা ও কর্মশিক্ষার নিয়োগে ৭ দিনের স্থগিতাদেশ দিয়েছে আদালত।
ও রকম মনে হয়
উত্তরমুছুনBakar lok.
উত্তরমুছুনHmm seta mukhe bole ki korben?apnader atodin dhore dekgei acschhi,kore dekhan.then manush biswas korbe.
উত্তরমুছুন