কলকাতা নিউজ ব্যুরো: রাজ্যের পরিবহন দফতরে ৭৪ জন মোটর ভিকল ইন্সপেক্টর নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন।
বিজ্ঞপ্তি নম্বর: ১/২০১৯। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। শূন্যপদ আছে ৭৮ টি।
বেতন-ক্রম: পে ব্যান্ড থ্রি অনুসারে ৭১০০-৩৭৬০০ টাকা। গ্রেড পে ৩৯০০ টাকা।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।
বয়স: ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে( ১ লা জানুয়ারি ২০১৯ তারিখের হিসাবে)।
আবেদন পদ্ধতি: http://www.pscwbapplication.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ১৭-ই ফেব্রুয়ারি।
বেতন-ক্রম: পে ব্যান্ড থ্রি অনুসারে ৭১০০-৩৭৬০০ টাকা। গ্রেড পে ৩৯০০ টাকা।
বয়স: ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে( ১ লা জানুয়ারি ২০১৯ তারিখের হিসাবে)।
আবেদন পদ্ধতি: http://www.pscwbapplication.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ১৭-ই ফেব্রুয়ারি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন