কলকাতা নিউজ ব্যুরো: সারা দেশ জুড়ে চলতি মাসের ৮ ও ৯ জানুয়ারি একাধিক দাবিতে সিআইটিইউ হরতালের ডাক দেয়। আর সেই কর্মসূচীর অংশ হিসাবে এই রাজ্যেও বনধ পালন করতে চায় বামেরা।
কিন্তু এই রাজ্যের শাসক দল এই বনধ যাতে ব্যর্থ হয় তার সব চেষ্টা করবে। নবান্ন থেকে এমন খবর পাওয়া গিয়েছে।
আর ওই দুন দিন বনধ ব্যর্থ করতে রাজ্যের স্কুল, কলেজ খোলা রাখার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ সিআইটিইউ-র পক্ষ থেকে চিঠি দিয়ে বনধের দু-দিন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দেবার অনুরোধ করা হয়। সেই অনুরোধ খারিজ করে তৃণমূলের মহাসচিব বলেন," পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে না। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা হবে।"
রবিবার বেহালার এক অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষা মন্ত্রী বলেন," ঘরে বসে এক পক্ষ বনধের রাজনীতি করছে। আর অপর আর এক পক্ষ দাঙ্গা লাগানোর রাজনীতি শুরু করেছে। এরা বাংলার ভাল চায় না। এখন এই রাজ্যে উন্নয়নের সময়। প্রতিবাদ করতেই হবে।
প্রতিবাদই আমাদের ভাষা। তাই বলে অর্থনীতিকে স্তব্ধ করে বনধ ডাকা যায় না। এই রাজ্যে দোকান ,হাট,বাজার সব খোলা রাখুন। সব কর্মী কাজে যোগ দিন। স্কুল,কলেজ, পরীক্ষা সব স্বাভাবিক থাকবে"।
আর ওই দুন দিন বনধ ব্যর্থ করতে রাজ্যের স্কুল, কলেজ খোলা রাখার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ সিআইটিইউ-র পক্ষ থেকে চিঠি দিয়ে বনধের দু-দিন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দেবার অনুরোধ করা হয়। সেই অনুরোধ খারিজ করে তৃণমূলের মহাসচিব বলেন," পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে না। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা হবে।"
রবিবার বেহালার এক অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষা মন্ত্রী বলেন," ঘরে বসে এক পক্ষ বনধের রাজনীতি করছে। আর অপর আর এক পক্ষ দাঙ্গা লাগানোর রাজনীতি শুরু করেছে। এরা বাংলার ভাল চায় না। এখন এই রাজ্যে উন্নয়নের সময়। প্রতিবাদ করতেই হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন