কলকাতা নিউজ ব্যুরো: প্রতি বছরের মতন এবছরও গঙ্গাসাগরে জনসমুদ্র। এক সপ্তাহ ধরে শিয়ালদহ থেকে নামখানা যাবার ট্রেনের চিত্র দেখলেই পরিষ্কার হয়ে যাবে এবছর গঙ্গা সগরে কেমন ভিড় হতে চলেছে।
সাগর যেন এখন মিলন মেলা। সোমবার গঙ্গাসাগরে পুণ্যস্নানের আগে থেকে ভিড় জমাতে শুরু করেছে পুণ্যার্থীরা। মেলার নিরাপত্তা ব্যবস্থা থেকে সরকারি পরিষেবা কোনও কিছুই খামতি রাখেনি তৃণমূল সরকার। রবিবার সকাল থেকে পুণ্যার্থীদের সাহায্যে তৎপর প্রশাসন। পুণ্যার্থীদের জন্য স্বাস্থ্য-বিমার ব্যবস্থা থাকছে। কলকাতা থেকে সরাসরি থাকছে বাসের ব্যবস্থা। জলপথে থাকছে লঞ্চ ও ভেসেল পরিষেবা। সব মিলিয়ে গঙ্গাসাগর যেন মিনি কলকাতা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন