কলকাতা নিউজ ব্যুরো: লোকসভার আগে উচ্চবর্ণের ১০ শতাংশ সংরক্ষণ বিল এনে চমক দিয়েছে মোদী সরকার। এর পরে আর একটি চমক দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ-শিক্ষায় পড়ুয়াদের জন্য বিশেষ সংরক্ষণের বিল আনতে চলেছে কেন্দ্রের সরকার। আসন্ন বাজেট অধিবেশনে এই বিল পেশ হতে পারে।
ওই বিলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তফশিলি জাতি, উপজাতী ও সমাজে পিছিয়ে পড়া সম্প্রদায় ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে।
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন, আগামী জুলাই থেকে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জেনারেল কোটার আর্থিক ভাবে দুর্বল পড়ুয়াদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ থাকবে। এছাড়া বিশেষ সুবিধা পাবে তফশিলি জাতি, উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের পড়ুয়ারা।
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন, আগামী জুলাই থেকে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জেনারেল কোটার আর্থিক ভাবে দুর্বল পড়ুয়াদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ থাকবে। এছাড়া বিশেষ সুবিধা পাবে তফশিলি জাতি, উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের পড়ুয়ারা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন