কলকাতা নিউজ ব্যুরো: ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যে তিনি সাজা প্রাপ্ত। এবার সাংবাদিক রাম চান্দের ছত্রপতি হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হলেন গরমীত রাম রহিম। রাম-রহিম ছাড়াও আরও তিন জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
বাকি তিন জন হলেন, নির্মল সিং,কুলদীপ সিং ও কিষাণ লাল।
১৭ বছরের পুরানো মামলায় দোষী সাব্যস্ত করা হল রাম রহিম ও তার সঙ্গীদের। 'পুরা সচ' নামের এক সংবাদপত্রে রাম রহিমের আশ্রমের যৌন হেনস্থার ঘটনা তুলে ধরেন রাম চান্দের ছত্রপতি। আর সেই কারণেই তাঁকে খুন পর্যন্ত করা হয়।
বাকি তিন জন হলেন, নির্মল সিং,কুলদীপ সিং ও কিষাণ লাল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন