কলকাতা নিউজ ব্যুরো: লোকসভায় পাস হয়ে গেল উচ্চবর্ণ সংরক্ষণ সংশোধনী বিল। সংশোধনের পক্ষে ভোট পড়েছে ৩২৩ টি। বিপক্ষে ভোট পড়েছে ৩ টী।
বুধবার রাজ্যসভায় এই বিল পেশ হতে চলেছে। এই বিলের জন্য লোকসভার মেয়াদ বাড়ল ১ দিন। তবে এই বিলটি লোকসভায় পাশ হলেও তা জেপিসি-তে পাঠানোর আবেদন করেন কংগ্রেস। চাকরি ও শিক্ষায় পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য ১০% সংরক্ষণ জন্য এই বিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন