কলকাতা নিউজ ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে আদালতে। এবার এই সব মামলা নিয়ে ক্ষুব্ধ রাজ্যের শিক্ষামন্ত্রী। আর এই মামলার কারণে আটকে আছে সব মিলিয়ে প্রায় ৮০ হাজার শিক্ষকের ভবিষ্যৎ।
মোটামুটি মামলার সংখ্যা আছে প্রায় ২৫০০ এর বেশি।
এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, নতুন করে আর আবেদন নয়। পুনর্নিয়োগ হবে।
সবথেকে বেশি মামলা দায়ের করা হয়েছে মালদহ জেলাতে, প্রায় ১ হাজারের বেশি হবে। মুর্শিদাবাদ জেলাতে মামলা দায়ের করা হয়েছে ৬৬০ টি। শিক্ষামন্ত্রী বলেন বিষয়টির দিকে আমরা নজর রাখছি। খতিয়ে দেখতে বলা হয়েছে। রাজ্যের স্কুল পরিদর্শন করতে হবে। স্কুল গুলিতে ডাইনিং হলের জন্য সাড়ে ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, নতুন করে আর আবেদন নয়। পুনর্নিয়োগ হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন