কলকাতা নিউজ ব্যুরো: সামনেই লোকসভা নির্বাচন। আর তাই নির্বাচনের আগে থেকেই বিরোধীদের চাপে রাখতে বেশ সচেষ্ট বিজেপি। গতকাল অর্থাৎ শুক্রবার অসমে এন আর সি নিয়ে বেশ বড় রকমের চমক দিয়েছেন প্রধানমন্ত্রী। আর সেই রেশ কাটার আগেই ঝাড়খণ্ড সফরে মোদী।
আর সেখানেও তিনি দিতে চলেছেন বেশকিছু চমক। শনিবার ঝাড়খণ্ডের চায়নকি বিমানবন্দরে কাছেই সভা করবেন মোদী। এই সভা ঘিরে উন্মাদনা বিজেপি সমর্থকদের মধ্যে। সভা চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
এই জনসভা থেকে মেদিনীনগরে মণ্ডল ড্যাম-সহ ৬ টি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। যার মোট খরচ হবে ২৫,২০২ কোটি টাকা।
এই জনসভা থেকে মেদিনীনগরে মণ্ডল ড্যাম-সহ ৬ টি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। যার মোট খরচ হবে ২৫,২০২ কোটি টাকা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন