কলকাতা নিউজ ব্যুরো: রাজ্যের স্কুল গুলির পার্শ্ব শিক্ষক ও শিক্ষিকাদের সম কাজে সম বেতন দিতে হবে এই দাবিতে নিখিল-বঙ্গ পার্শ্বশিক্ষক সমিতি মামলা দায়ের করে আদালতে। গত ২৫/০১/২০১৯ তারিখে "সম কাজে সম বেতনের" দাবিতে আদালতে ওই মামলার শুনানি ছিল।
রাজ্য সরকারের পক্ষের আইনজীবী বিভিন্ন বাহানা করে এই মামলার সময় নষ্ট করতে চায়।
শিক্ষকদের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এর তীব্র বিরোধিতা করেন। এর পরে বিচারপতি জানিয়ে দেন ০১/০২/১৯ তারিখে এই মামলার রায় ঘোষণা করা হবে। সরকারি আইনজীবীর আর কোনও বাহানা আদালতে শোনা হবে না। আর এই গুরুত্বপূর্ণ মামলার রায়দান আজ ১১.৩০ নাগাদ হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। এখন দেখার বিচারক কি রায় দেন। সেই দিকে তাকিয়ে রাজ্যের কয়েক হাজার পার্শ্ব শিক্ষক ও শিক্ষিকারা।
রাজ্য সরকারের পক্ষের আইনজীবী বিভিন্ন বাহানা করে এই মামলার সময় নষ্ট করতে চায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন