কলকাতা নিউজ ব্যুরো: স্বপ্ন দেখিয়েছিলেন। সেই স্বপ্ন যেন বুদবুদের মতন মিলিয়ে গেল। আমিরশাহির কাছে হারল ভারত। বৃহস্পতিবার আবুধাবিতে ২-০ গোলে সংযুক্ত আরব আমিরশাহির কাছে হারল সুনীল ছেত্রীর ভারত। একাধিক সুযোগ নষ্ট, আর তা নাহলে কমকরে ৩ গোল দিতে পারত সুনীলরা। এদিন জিতলে ১৮ বছর আগের জয়ের পুনরাবৃত্তি হত।
সেবারে আমিরশাহিকে ১-০ গোলে হারিয়েছিল কোচ সুখবিন্দর সিংয়ের ছেলেরা।
আজ হাজার ভারতীয় সমর্থকদের চিৎকার কাজে এল না। এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই পরের রাউন্ডে যাওয়া প্রায় নিশ্চিত ছিল। তবে এদিন হেরে পরের ম্যাচে ১ পয়েন্ট পেতেই হবে ভারতের। অপরদিকে ভারতকে হারিয়ে এই গ্রুপের শীর্ষে উঠল আমিরশাহি।
আজ হাজার ভারতীয় সমর্থকদের চিৎকার কাজে এল না। এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই পরের রাউন্ডে যাওয়া প্রায় নিশ্চিত ছিল। তবে এদিন হেরে পরের ম্যাচে ১ পয়েন্ট পেতেই হবে ভারতের। অপরদিকে ভারতকে হারিয়ে এই গ্রুপের শীর্ষে উঠল আমিরশাহি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন