কলকাতা নিউজ ব্যুরো: ডিইএলইডি পরীক্ষা নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউড অফ ওপেন স্কুলিং এর আচরণে সন্তুষ্ট নয় রাজ্যের শিক্ষা দফতর। যেভাবে ২০ ও ২১ ডিসেম্বরের পরীক্ষা বাতিল করা হয়েছে তাতে ক্ষুব্ধ রাজ্য সরকার। এর পাশাপাশি ৩ ফেব্রুয়ারি এই দুই বাতিল হওয়া পরীক্ষা একই দিনে নেওয়ার কথা জানিয়ে অ্যাডমিট কার্ড বিলি করা হয়ে গেছে।
কিন্তু শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ এই পরীক্ষার বিরোধিতা করে আসছে প্রথম থেকে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। বিচারপতি ৩ তারিখে পরীক্ষা না করার দাবি খারিজ করে দেয়।
এই ডিএলইডি পরীক্ষার আতঙ্কে রাজ্যে ২ জন শিক্ষকের মৃত্যু হয়েছে। এদিকে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে বৃহস্পতিবার আবারও কলকাতা হাইকোর্টে এই পরীক্ষা নিয়ে মামলার উল্লেখ করা হয়। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এই মামলা গ্রহণ করেছে। শুক্রবার এই মামলার শুনানি।
ওই দিন অর্থাৎ ৩ তারিখ প্রবীণ শিক্ষকরা টানা ৬ ঘণ্টা পরীক্ষা দিতে পারবেন কিনা তা নিয়ে শুনানি হবে। বিশেষজ্ঞদের মতে এই মামলার জেরে ৩ ফেব্রুয়ারি ডিইএলইডি পরীক্ষার ভাগ্য অনেকটাই প্রশ্ন চিহ্নের মধ্যে।
এই ডিএলইডি পরীক্ষার আতঙ্কে রাজ্যে ২ জন শিক্ষকের মৃত্যু হয়েছে। এদিকে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে বৃহস্পতিবার আবারও কলকাতা হাইকোর্টে এই পরীক্ষা নিয়ে মামলার উল্লেখ করা হয়। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এই মামলা গ্রহণ করেছে। শুক্রবার এই মামলার শুনানি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন