কলকাতা নিউজ ব্যুরো: নতুন বছরের শুরুতেই চলে গেলেন সচিন তেণ্ডুলকরের ছোটবেলার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর।
তাঁর মৃত্যুর সাথে-সাথে যেন মুম্বাই ক্রিকেটের একটা যুগের শেষ হল।
সচিন ছাড়াও অজিত আগরকর,বিনোদ কাম্বলি,বলবিন্দর সিং সান্ধু ও সঞ্জয় বাঙ্গারের মতন ক্রিকেটারদের কোচ ছিলেন তিনি। অনেক দিন ধরে বয়স জনিত সমস্যায় ভুগছিলেন। শেষ তিন-চার দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। অবশেষে বছরের শুরুতেই চলে-গেলেন আচরেকর। রেখে-গেলেন অজস্র স্মৃতি।
সচিন ছাড়াও অজিত আগরকর,বিনোদ কাম্বলি,বলবিন্দর সিং সান্ধু ও সঞ্জয় বাঙ্গারের মতন ক্রিকেটারদের কোচ ছিলেন তিনি। অনেক দিন ধরে বয়স জনিত সমস্যায় ভুগছিলেন। শেষ তিন-চার দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। অবশেষে বছরের শুরুতেই চলে-গেলেন আচরেকর। রেখে-গেলেন অজস্র স্মৃতি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন