কলকাতা নিউজ ব্যুরো: সাম্মানিক D.Litt পাচ্ছেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। ৭ জানুয়ারি এই D.Litt দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এর পাশাপাশি D.Sc দেওয়া হবে ডাঃ দিলীপ মহালনবিশ ও ডাঃ সুকুমার মুখার্জিকে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সেনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।
নজরুল মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে D.Litt সম্মান তুলে দেওয়া হবে প্রাক্তন রাজ্যপালের হাতে।
ওই একই দিনে D.Sc সম্মানে সম্মানে সম্মানিত হবেন ডাঃ দিলীপ মহালনবিশ ও ডাঃ সুকুমার মুখার্জি। এই একই অনুষ্ঠানে ৪৯৮ জনকে Ph.D , ২৩৬ জনকে M.Phil এবং ১১৩ জনকে L.L.M ডিগ্রি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নজরুল মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে D.Litt সম্মান তুলে দেওয়া হবে প্রাক্তন রাজ্যপালের হাতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন