কলকাতা নিউজ ব্যুরো: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বুধবার রাত ৯ টা নাগাদ হসপিটালে(দিল্লির এইমসে) ভর্তি করাহয় এই রাজনৈতিক ব্যক্তিত্বকে।
হসপিটাল থেকে পাওয়া খবর অনুসারে, তিনি সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন। গায়ে ব্যথা ও শ্বাসকষ্ট-জনিত সমস্যা নিয়ে তিনি হসপিটালে ভর্তি হয়েছেন। এই অসুস্থ হয়ে পড়ায় ২০ জানুয়ারি তাঁর রাজ্য সফর আবার অনিশ্চিত হয়ে পড়ল বলে মনে করেন এই রাজ্যের বিজেপি নেতারা।
দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল। রামলীলা ময়দানে কাজে ব্যস্ত ছিলেন তিনি।
কয়েকদিন তাঁর শরীরটা ভাল যাচ্ছিল না। বুধবার তাঁর গায়ের তাপমাত্রা বাড়ে এবং প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। তাই ঝুঁকি না নিয়ে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। রণদীপ গুলেরাইয়ের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন।
দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল। রামলীলা ময়দানে কাজে ব্যস্ত ছিলেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন