কলকাতা নিউজ ব্যুরো: এই রাজ্যে বামেরা তাদের রাজ্যপাঠ হারিয়েছে ২০১১ সালে। ক্ষমতা হারিয়ে তারা বুঝেছে তাদের মূল শক্তি রাজ্যের খেটে খাওয়া, শ্রমিক ও কৃষকেরা।
আর তাই শ্রমিক আন্দোলন আরও জোরদার করতে পথে আবার বাম নেতৃত্ব। আগামী ৮ ও ৯ জানুয়ারি দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে দেশের বাম শ্রমিক সংগঠন। এর পর ১৩ ফেব্রুয়ারি রয়েছে ব্রিগেড। এই দুই গুরুত্বপূর্ণ মিছিলের সমর্থনে আজ জমায়েতের ডাকদেয় দক্ষিণ ২৪ পরগণার সিপিআই(এম) নেতৃত্ব। বারুইপুর রেল-মাঠ থেকে শুরু হয় এই মিছিল।
এই মিছিলে পা মেলান রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
তিনি জানান একাধিক দাবিতে যেমন, ন্যূনতম ৬ হাজার টাকা পেনশন, দেশের শ্রমিক ও কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সম কাজে সম বেতনের দাবিতে গোটা দেশ জুড়ে আন্দোলন জোরদার করা হবে। এবং তিনি জানান গোটা রাজ্য জুড়ে চলবে নানান প্রতিবাদ কর্মসূচি।
তিনি জানান একাধিক দাবিতে যেমন, ন্যূনতম ৬ হাজার টাকা পেনশন, দেশের শ্রমিক ও কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, সম কাজে সম বেতনের দাবিতে গোটা দেশ জুড়ে আন্দোলন জোরদার করা হবে। এবং তিনি জানান গোটা রাজ্য জুড়ে চলবে নানান প্রতিবাদ কর্মসূচি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন