কলকাতা নিউজ ব্যুরো: মোদী সরকারের একাধিক জন-বিরোধী নীতির বিরুদ্ধে টানা দু'দিনের ধর্মঘটের ডাক দেয় আইএনটিইউসি ও সিটু সহ ১৮টি বাম শ্রমিক সংগঠন।
আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসতে থাকে। যাদবপুরের এইট-বি বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার হন সিপি(আই)এম নেতা সুজন চক্রবর্তী সহ বেশকিছু বাম সমর্থক।
বনধের সমর্থনে সকাল থেকে যাদবপুর এলাকায় সুজন চক্রবর্তীর নেতৃত্বে প্রথমে মিছিল করে বামেরা।
পরে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। শেষে রাস্তার উপর বসে পড়েন সুজন বাবু সহ কয়েক হাজার ধর্মঘটী। পুলিশ বাধা দেবার চেষ্টা করে। পুলিশের সঙ্গে প্রথমে বচসা ও পরে ধস্তাধস্তি শুরু হয়। গ্রেফতার হন সুজন বাবু সব বেশকিছু বাম সমর্থক।
বনধের সমর্থনে সকাল থেকে যাদবপুর এলাকায় সুজন চক্রবর্তীর নেতৃত্বে প্রথমে মিছিল করে বামেরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন