কলকাতা নিউজ ব্যুরো: লোকসভার আগে একাধিক জনসভা করে জানান দিতে শুরু করেছে, তারা রাজ্যে আছে। বৃহস্পতিবার একাধিক ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন দীপা দাশ-মুন্সি।
তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, এবার রাজ্য সরকার মদ্যশ্রী পুরষ্কার দেবে।
এই কর্মসূচিতে দীপা ছাড়াও যোগ দেন প্রদেশ সভাপতি সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব। আজকের এই পদযাত্রা শুরু হয় মহানন্দা ব্রিজ থেকে। এই পদযাত্রা গিয়ে আইন অমান্যের মধ্যদিয়ে শেষ হয় প্রধাননগর এলাকায়।
এই মঞ্চে দাঁড়িয়ে দীপা বলেন, " এই রাজ্যে ৩ লাখ টাকা দিয়ে সিভিক ভলান্টিয়ারের চাকরি পেয়েছেন অনেকে।
৫ লাখ টাকা টাকার বদলে মিলেছে প্রাইমারি স্কুলের চাকরি। এবার আবার ইনটার্ন শিক্ষক! ইনটার্ন মানে কি? নতুন করে তোলা তোলার উপায়। এই ইনটার্ন টিচারের খবর শুনে তৃণমূলের নেতারা খুবি খুশি হয়ে গেছেন। দিদি আমাদের জন্য নতুন করে ব্যবসা করে দিয়েছেন। টাকা তোলো, চাকরি করে দেব। এই ভাবে লোকসভা নির্বাচন পার করে দেব।"
তিনি আরও বলেন," রাজ্যে কন্যা-শ্রী ও যুব-শ্রীর পর এবার নতুন উপাধি যোগ হবে, মদ্যশ্রী! কে কত মদ খেতে পারবে। মদ খেয়ে মদ্যশ্রী হবে আর এজটা করে পুরষ্কার তুলে দেওয়া হবে।
এই কর্মসূচিতে দীপা ছাড়াও যোগ দেন প্রদেশ সভাপতি সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব। আজকের এই পদযাত্রা শুরু হয় মহানন্দা ব্রিজ থেকে। এই পদযাত্রা গিয়ে আইন অমান্যের মধ্যদিয়ে শেষ হয় প্রধাননগর এলাকায়।
এই মঞ্চে দাঁড়িয়ে দীপা বলেন, " এই রাজ্যে ৩ লাখ টাকা দিয়ে সিভিক ভলান্টিয়ারের চাকরি পেয়েছেন অনেকে।
তিনি আরও বলেন," রাজ্যে কন্যা-শ্রী ও যুব-শ্রীর পর এবার নতুন উপাধি যোগ হবে, মদ্যশ্রী! কে কত মদ খেতে পারবে। মদ খেয়ে মদ্যশ্রী হবে আর এজটা করে পুরষ্কার তুলে দেওয়া হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন