কলকাতা নিউজ ব্যুরো: লোকসভা নির্বাচনের বাদ্যি বেজে গিয়েছে আগেই। প্রতিটি রাজনৈতিক দল এখন তাদের ঘর গোছাতে ব্যস্ত। আর নির্বাচনের কথা মাথায় রেখে মহারাষ্ট্রে কংগ্রেস ও ন্যাশনালিস্ট কংগ্রেস(এনসিপি))পার্টি আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। এনসিপি প্রধান সরদ পাওয়ার এই কথা সংবাদমাধ্যমকে জানান। তিনি বলেন, এই রাজ্যে রাজা ঠাকরের দলের সাথে কোন সমঝোতা হচ্ছে না।
মহারাষ্ট্রে মোট আসন ৪৮ টি। এর মধ্যে ৪৫ টি আসনে কংগ্রেস ও এনসিপি-র জোট পাকা। আর এই জোটে রাজ ঠাকরের নবনির্মাণ সেনা নেই।
এর পরে পাওয়ার জানিয়েছেন, নিজেদের ভাগ থেকে একটি আসন রাজু শেট্টির স্বভিমানী শ্বেতকারি সংগঠনকে দেওয়া হবে। কংগ্রেস বামেদের ছাড়তে পারে ৩ টি আসন।
এর পরে পাওয়ার জানিয়েছেন, নিজেদের ভাগ থেকে একটি আসন রাজু শেট্টির স্বভিমানী শ্বেতকারি সংগঠনকে দেওয়া হবে। কংগ্রেস বামেদের ছাড়তে পারে ৩ টি আসন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন