কলকাতা নিউজ ব্যুরো: সামনেই লোকসভা নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে ঠিক হবে দেশের ক্ষমতায় কারা আসতে চলেছে। তবে একাধিক পত্রিকা থেকে পাওয়া খবরে স্পষ্ট ইঙ্গিত, দেশের ক্ষমতায় আসতে চলেছে অ-বিজেপি সরকার। আর এই অনুমান যদি সত্যি হয় তাহলে তৃণমূল সুপ্রিমোর প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা প্রবল।
আর সেই সম্ভাবনার কথা মাথায় রেখে এবারের নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে তৃণমূল নেতারা।
এই রাজ্যের ভোটারদের একটা বড় অংশ যুবক। তাই মুখ্যমন্ত্রীর প্রথম লক্ষ্য এই রাজ্যের যুবক-যুবতীদের মন জয় করা। তাই লোকসভা নির্বাচনের আগে শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, এই রাজ্যের কলেজ ও ইউনিভার্সিটি পাশ পড়ুয়াদের স্কুলে ইন্টার্ন শিক্ষক হিসাবে নিয়োগ করে শিক্ষক সমস্যা মেটানোর ভাবনা চলছে।
এর পরে তিনি বলেন," এই বিষয়টি নিয়ে অর্থ সচিব ও শিক্ষা সচিবের সঙ্গে আলোচনা করবেন মুখ্য সচিব। অনেক স্কুলে প্রচুর শিক্ষক আছে। আবার কিছু স্কুলে শিক্ষক কম। শিক্ষকের ভারসাম্য রাখতেই এই ভাবনা।"
তিনি আরও বলেন," আমাদের মাথায় এখন দু-টি ভাবনা আছে।
প্রথমটা হচ্ছে পঞ্চম শ্রেণিকে প্রাইমারির সাথে জুড়ে দেওয়া। দ্বিতীয়, কলেজ থেকে পাশ করা পড়ুয়াদের দু-বছর করে বিভিন্ন স্কুলে পড়ানোর সুযোগ করে দেওয়া। এই পড়ানোর পরে তাদের একটা শংসাপত্র দেওয়া হবে। এই স্কুলে পড়ানোর বিনিময়ে প্রাইমারির ক্ষেত্রে ২০০০ টাকা ও সেকেন্ডারির ক্ষেত্রে ২ হাজার ৫০০ টাকা দেওয়া হবে। শিক্ষক নিয়োগের সময় এদের বিশেষ ছাড় দেওয়া হবে।"
এই রাজ্যের ভোটারদের একটা বড় অংশ যুবক। তাই মুখ্যমন্ত্রীর প্রথম লক্ষ্য এই রাজ্যের যুবক-যুবতীদের মন জয় করা। তাই লোকসভা নির্বাচনের আগে শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, এই রাজ্যের কলেজ ও ইউনিভার্সিটি পাশ পড়ুয়াদের স্কুলে ইন্টার্ন শিক্ষক হিসাবে নিয়োগ করে শিক্ষক সমস্যা মেটানোর ভাবনা চলছে।
এর পরে তিনি বলেন," এই বিষয়টি নিয়ে অর্থ সচিব ও শিক্ষা সচিবের সঙ্গে আলোচনা করবেন মুখ্য সচিব। অনেক স্কুলে প্রচুর শিক্ষক আছে। আবার কিছু স্কুলে শিক্ষক কম। শিক্ষকের ভারসাম্য রাখতেই এই ভাবনা।"
তিনি আরও বলেন," আমাদের মাথায় এখন দু-টি ভাবনা আছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন