কলকাতা নিউজ ব্যুরো: চলতি মাসের ৮ ও ৯ তারিখ বামেদের ডাকা বনধ। আর এই বনধ সফল করতে জেলায় জেলায় জনসভা করছেন বাম নেতারা। বুধবার বারাসতে সেইরকম এক কর্মসূচিতে যোগদিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান সর্বভারতীয় এই বনধ সফল করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চাইলেন। বিমান-বাবু চ্যালেঞ্জের শূরে বলেন সত্যি মমতা যদি বিজেপি বিরোধী হন তাহলে বামেদের ডাকা বনধকে সমর্থন করুক মুখ্যমন্ত্রী।
এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক জন-বিরোধী নিতি সহ একাধিক দাবিতে মোদী সরকারের বিরুদ্ধে ডাকা এই বনধের সমর্থন করার জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে সিটু।
ওই চিঠিতে বলা হয়েছে, এই ধর্মঘট রাজ্য সরকারের বিরুদ্ধে নয়। মোদী সরকারের বিরুদ্ধে। সত্যি যদি আপনি বিজেপি বিরোধী লড়াইয়ের মুখ হয়ে থাকেন, তাহলে এই বনধকে সমর্থন করুন। তাহলে প্রমাণিত হবে আপনি সত্যি-সত্যি বিজেপি বিরোধী।
এর আগে রাজ্যে বামেদের ডাকা একাধিক বনধের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি রাজ্যে যাতে বামেরা বনধ পালন করতে না পারে, তার সব চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে-করেন এবারের বামেদের ডাকা বনধের বিরোধিতা করলে সমস্যায় পড়বেন তৃণমূল সুপ্রিমো।
আর তাই এবার মহা বিপদে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার কি করে বামেদের ছোঁড়া এই বাউন্সার সামলান মুখ্যমন্ত্রী। আর সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক জন-বিরোধী নিতি সহ একাধিক দাবিতে মোদী সরকারের বিরুদ্ধে ডাকা এই বনধের সমর্থন করার জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে সিটু।
এর আগে রাজ্যে বামেদের ডাকা একাধিক বনধের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি রাজ্যে যাতে বামেরা বনধ পালন করতে না পারে, তার সব চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে-করেন এবারের বামেদের ডাকা বনধের বিরোধিতা করলে সমস্যায় পড়বেন তৃণমূল সুপ্রিমো।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন