কলকাতা নিউজ ব্যুরো: আগেই দেশ ছেড়ে পালিয়েছেন ঋণ-খেলাপী মেহুল চোকসি। এবার চোকসিকে বড় রকমের ধাক্কা দিল ইডি। সংবাদ সংস্থা ANI-এর দাবি, অর্থ তছরূপ কারার মামলায় চোকসির গীতাঞ্জলী কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
ওই সম্পত্তির পরিমাণ মোটামুটি ১৩ কোটি টাকার বেশি হবে।
এই প্রসঙ্গে জানা গিয়েছে, থাইল্যান্ডে অ্যাবিক্রেস্ট নামের এক কম্পানিকে বাজেয়াপ্ত করে ইডি। ওই সংস্থাটি চোকসির গীতাঞ্জলীর অধীনস্থ বলে দাবি ইডির। ওই সম্পত্তির দাম ১৩ কোটি টাকার বেশি।
নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসি পিএনবি ব্যাঙ্কের ঋণ খেলাপ করে বিদেশে আশ্রয় নিয়েছেন।
এর পরে বিশেষ আদালতে কাছে মেহুল চোকসিকে পলাতক আর্থিক অপরাধী বলে ঘোষণা করে ইডি।
এই প্রসঙ্গে জানা গিয়েছে, থাইল্যান্ডে অ্যাবিক্রেস্ট নামের এক কম্পানিকে বাজেয়াপ্ত করে ইডি। ওই সংস্থাটি চোকসির গীতাঞ্জলীর অধীনস্থ বলে দাবি ইডির। ওই সম্পত্তির দাম ১৩ কোটি টাকার বেশি।
নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসি পিএনবি ব্যাঙ্কের ঋণ খেলাপ করে বিদেশে আশ্রয় নিয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন