কলকাতা নিউজ ব্যুরো: সামনেই বামেদের ব্রিগেড সমাবেশ। এই সমাবেশে আমন্ত্রণ জানানো হচ্ছে জেএনইউ-র প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমার।
এ ছাড়াও এই সভাতে আমন্ত্রণ জানানো হবে চলচ্চিত্র ব্যক্তিত্ব শাবানা আজমি ও বহুজন আন্দোলনের নেতা প্রকাশ যশবন্ত অম্বেডকরকে।
ব্রিগেডের লোক জমানোর লক্ষ্যমাত্রা চূড়ান্ত করতে মঙ্গলবার আলিমুদ্দিনে বসেছিল বামফ্রন্টের বৈঠক। সেখানেই আলোচনার সময় উঠে আসে কানহাইয়া কুমারের নাম।
রাজ্য সিপিআই(এম) এর নেতা স্বপন বন্দ্যোপাধ্যায় ও মঞ্জুকুমার মজুমদার তাঁকে ব্রিগেডের সভায় আমন্ত্রণ না জানানোর কথা বললেও পরে আর আপত্তি করেননি। গণনাট্য আন্দোলনের দীর্ঘ দিনের শরিক শাবানা ও সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেডকরের নাতি প্রকাশের নাম রাখা হয়েছে আমন্ত্রিতদের তালিকায়। এই সমাবেশের সভাপতি থাকছেন বিমান বসু।
ব্রিগেডের লোক জমানোর লক্ষ্যমাত্রা চূড়ান্ত করতে মঙ্গলবার আলিমুদ্দিনে বসেছিল বামফ্রন্টের বৈঠক। সেখানেই আলোচনার সময় উঠে আসে কানহাইয়া কুমারের নাম।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন