কলকাতা নিউজ ব্যুরো: প্রথমে প্রশাসনের বিরুদ্ধে, তার পরে মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপোর বিরুদ্ধে বেশকিছু গুরুতর অভিযোগ এনে রাতারাতি দল ছেড়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান। এবার এই খবরের রেশ কাটার আগেই, দল থেকে বহিষ্কার করা হল তৃণমূলের আর এক সাংসদকে। তিনি হলেন বোলপুরের সাংসদ অনুপম হাজরা।
অনুপমকে দল ছাড়ার নাটক করার সুযোগ দিল না তৃণমূল সুপ্রিমো। তার আগেই তাঁকে বহিষ্কার করে দিল দল।
এবারের লোকসভা নির্বাচনে অনুপমকে যে টিকিট দেবেনা দল তা প্রায় নিশ্চিত ছিল। কারণ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে তার বনিবনা ছিল না। যদিও পাঁচ বছর আগে তৃণমূলের প্রার্থী হিসাবে অনুপমকে নিয়ে এসেছিলেন অনুব্রতই।
কিন্তু অনুব্রতর রাজনীতির ধরণ মানতে পারেনি বিশ্বভারতীর অধ্যাপক অনুপম হাজরা। এর পরে তৃণমূলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অনুপম যে সব দল বিরোধী কথা বলতে শুরু করেছিলেন তাতে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূলকে। এর পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও অসন্তোষ ছিল তৃণমূলের মধ্যে। যদিও এই প্রসঙ্গে অনুপম হাজরা এক সংবাদমাধ্যমে বলেন," তৃণমূলে নারদা-সারদার মতন কেলেঙ্কারিতে জড়ালে তাদের মাফ হয়, কিন্তু ফেস-বুকে কিছু পোস্ট করলে মহা অপরাধ!" তবে দল থেকে তাঁকে বহিষ্কারের বিষয়টি ভেরি শকিং বলে জানিয়েছেন তিনি।
এবারের লোকসভা নির্বাচনে অনুপমকে যে টিকিট দেবেনা দল তা প্রায় নিশ্চিত ছিল। কারণ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে তার বনিবনা ছিল না। যদিও পাঁচ বছর আগে তৃণমূলের প্রার্থী হিসাবে অনুপমকে নিয়ে এসেছিলেন অনুব্রতই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন