কলকাতা নিউজ ব্যুরো: গতকাল( বুধবার) কানাডায় স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ শেষকৃত্য সম্পন্ন হল বলিউডের প্রবীণ অভিনেতা কাদের খানের।
বুধবার কানাডার মিডভেলে সমাধিস্থ করা হয় এই অভিনেতার মরদেহ। কাদের খানের বড় ছেলে সরফরাজ খান জানান, তাঁর বাবার শেষকৃত্যের সময় হাজির ছিলেন গোটা পরিবারে লোকজন ও আত্মীয়রা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন