কলকাতা নিউজ ব্যুরো: বীরভূমের এক সভা থেকে নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্যকে শোকজ করলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিনের জনসভাতে সুব্রত ভট্টাচার্যকে শোকজ করেন অনুব্রত।
অনুব্রত মণ্ডল বলেন, নানুরে তৃণমূলের সভা ছিল।
ওই সভায় সেভাবে লোক হয়নি। কি কারণে লোক কম হয়েছে? এদিনের জনসভায় জবাব চেয়ে শোকজ করেন অনুব্রত। জনসভায় অনুব্রত বলেন, নানুরে ১১ টা ব্লক। সেখান থেকে কেন লোক কম এল? তা জানাতে হবে। মিটংয়ে এত কম লোক আগে হয়নি বলে ক্ষোভ উগরে দেন অনুব্রত। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন ওখানে তৃণমূলের তরফে কোনও পরিষেবা দেওয়া হচ্ছে না।
অনুব্রত মণ্ডল বলেন, নানুরে তৃণমূলের সভা ছিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন