কলকাতা নিউজ ব্যুরো: লোকসভা নির্বাচনে বিজেপির টার্গেট বাংলা জয়। আর তাই এবার এই বাংলা থেকে কমকরে ২৩ টি আসন জিততে চাইছে বিজেপি নেতারা।
এই স্বপ্ন পূরণ করতে বিজেপি মূল অস্ত্র মেরুকরণের রাস্তায় হাঁটা। এই কথা আবারও একবার কাঁথির সভাতে দাঁড়িয়ে মনে করিয়ে দিলেন অমিত শাহ।
গত লোকসভা নির্বাচনে গোটা দেশ জুড়ে ছিল প্রবল মোদী হাওয়া। সেই প্রবল হাওয়ার সময় এই বাংলা থেকে মাত্র ২ টি আসন জিতে সন্তুষ্ট থাকতে হয়ে ছিল বিজেপিকে। আর এবার বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটের কিছুটা পরিবর্তন হয়েছে। বামেরা এই রাজ্যে এখন আগের থেকে আরও দুর্বল হয়েছে। বিজেপির শক্তি ও ভোট বেড়েছে এই রাজ্যে, যা অস্বীকার করার উপায় নেই। আর তাই অমিত শাহের টার্গেট ২৩ টি আসন জেতার।
মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কাঁথির সভা থেকে সেই কথা মনে করালেন অমিত শাহ।
তৃণমূলের বিরুদ্ধে সিন্ডিকেট, চিট-ফান্ডের মতন ইস্যু গুলি নিয়ে এদিন সরব হন তিনি। তবে এদিন মেরুকরণের রাজনীতিতেই সান দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এমনটাই মনে করেন রাজনৈতিক মহলের একাংশ।
আজকের জনসভায় অমিত শাহের গলায় কখনও অনুপ্রবেশকারী আবার কখনও শরণার্থী প্রসঙ্গ। আসলে বিজেপির মূল লক্ষ্য ভোটের মুখে ধর্মীয় মেরুকরণের জোরালো হাওয়া তুলে রাজ্যের মধ্যে বিভাজন কায়েম করা। এখন দেখার তাঁর এই স্বপ্ন কতটা বাস্তবে রূপায়িত হয়।
গত লোকসভা নির্বাচনে গোটা দেশ জুড়ে ছিল প্রবল মোদী হাওয়া। সেই প্রবল হাওয়ার সময় এই বাংলা থেকে মাত্র ২ টি আসন জিতে সন্তুষ্ট থাকতে হয়ে ছিল বিজেপিকে। আর এবার বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটের কিছুটা পরিবর্তন হয়েছে। বামেরা এই রাজ্যে এখন আগের থেকে আরও দুর্বল হয়েছে। বিজেপির শক্তি ও ভোট বেড়েছে এই রাজ্যে, যা অস্বীকার করার উপায় নেই। আর তাই অমিত শাহের টার্গেট ২৩ টি আসন জেতার।
তৃণমূলের বিরুদ্ধে সিন্ডিকেট, চিট-ফান্ডের মতন ইস্যু গুলি নিয়ে এদিন সরব হন তিনি। তবে এদিন মেরুকরণের রাজনীতিতেই সান দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এমনটাই মনে করেন রাজনৈতিক মহলের একাংশ।
আজকের জনসভায় অমিত শাহের গলায় কখনও অনুপ্রবেশকারী আবার কখনও শরণার্থী প্রসঙ্গ। আসলে বিজেপির মূল লক্ষ্য ভোটের মুখে ধর্মীয় মেরুকরণের জোরালো হাওয়া তুলে রাজ্যের মধ্যে বিভাজন কায়েম করা। এখন দেখার তাঁর এই স্বপ্ন কতটা বাস্তবে রূপায়িত হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন