কলকাতা নিউজ ব্যুরো: কংগ্রেস ও বিজেপিকে তীব্র সমালোচনা! তার পরেও কংগ্রেসের দুটি চিরাচরিত পারিবারিক আসন আমেঠি ও রায়বেরিলি ছেড়ে দেবার সিদ্ধান্তের কথা জানালেন বিএসপি সুপ্রিমো মায়াবতী।
এর পাশাপাশি তিনি জানান ৮০ টি লোকসভা আসনের মধ্যে ৩৮ টিতে প্রার্থী দেবে বিএসপি ও বাকি ৩৮ টিতে প্রার্থী দেবে এসপি।
দুটি আসন ছেড়ে রাখা হয়েছে কংগ্রেসের জন্য। বাকি দুটি আসন দেওয়া হয়েছে জোটের এক শরিক দলের।
শনিবার দিল্লিতে যৌথ সাংবাদিক সম্মেলন করে জোটের কথা ঘোষণা করলেন মায়াবতী ও অখিলেশ।
এর পাশাপাশি তিনি জানান ৮০ টি লোকসভা আসনের মধ্যে ৩৮ টিতে প্রার্থী দেবে বিএসপি ও বাকি ৩৮ টিতে প্রার্থী দেবে এসপি।
শনিবার দিল্লিতে যৌথ সাংবাদিক সম্মেলন করে জোটের কথা ঘোষণা করলেন মায়াবতী ও অখিলেশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন